আজ খুব কান্না পেল
ধরে নে
কোনো কারণ ছাড়াই...
কাছে থেকে
অনেক কিছুই হারায় |
সহজলভ্যতা নতুনত্ব কমায় ,
অভ্যাস আর
উষ্ণতায় অন্তর করা যায় না |
জাগাত স্ফুরিত যে ভাবনাগুলো
আজ তাদের জন্য ডেলাইট সেভিং নেই |
পাগলামি লজ্জাজনক |
ভবিষ্যতের-ও তো ভয় আছে |
এও একরকম ভালই
একা থাকতে শিখতেই হত |
একা থাকতে শিখে গেছি |
খুশি থাকতেও |
তবু
মাঝে মাঝে অঘটন ঘটে ....
তাই, আজ খুব কান্না পেল
ধরে নে
কোনো কারণ ছাড়াই...
ধরে নে
কোনো কারণ ছাড়াই...
কাছে থেকে
অনেক কিছুই হারায় |
সহজলভ্যতা নতুনত্ব কমায় ,
অভ্যাস আর
উষ্ণতায় অন্তর করা যায় না |
জাগাত স্ফুরিত যে ভাবনাগুলো
আজ তাদের জন্য ডেলাইট সেভিং নেই |
পাগলামি লজ্জাজনক |
ভবিষ্যতের-ও তো ভয় আছে |
এও একরকম ভালই
একা থাকতে শিখতেই হত |
একা থাকতে শিখে গেছি |
খুশি থাকতেও |
তবু
মাঝে মাঝে অঘটন ঘটে ....
তাই, আজ খুব কান্না পেল
ধরে নে
কোনো কারণ ছাড়াই...